আমার চারপাশে অজস্র দুঃখ লুটোপুটি খেলছে
সাগরের বালুচরে যেমন নূড়িপাথররা পড়ে থাকে,
কেউ আনমনে হেঁটেও চলে যায় দু’পায়ে মারিয়ে
কেউবা আবার তা কুরিয়েও নেয় অতি যত্ন করে।
চাতক পাখি যেমন নদীর তীরে মরে পড়ে থাকে
বৃষ্টি জলের আশায় আকাশপানেই চেয়ে থেকে,
আমার চারপাশেও অজস্র স্বপ্ন মরে পড়ে আছে
একটা চাকরী না পাওয়ার দুঃখ আর হতাশাতে।
তোমাদের মুঠোফোনে যেমন খুঁদে বার্তারা জমে
আমার মনপাড়াতে তেমন দুঃখ আর কষ্ট জমে,
খুঁদেবার্তার মতো করেই তা অনাদরে পড়ে থাকে
অযত্ন অবহেলায় কেউ পড়েও দেখেনা আমাকে।
আমিও কেমন যেন দুঃখজীবি হয়েই বেঁচে আছি
দুঃখগুলো যে ঘরের ছাদও ছুঁয়েছে তবুও আছি,
কোন একদিন দুঃখচাপা পড়ে মারা যাবো আমি
কেউ তা জানবে না ; যে জানবে সেতো শুধু তুমি।
এই হচ্ছে আমাদের জীবন এবং দৈনন্দিন বাস্তবতা। ভালো থাকুন কবি মোস্তাক ভাই।
দোয়া করবেন সুমন দা
আমিও কেমন যেন দুঃখজীবি হয়েই বেঁচে আছি।
ভুলে যান আজ সকল দুঃখ ব্যথা
সে যতই জানুক কাজ হবে না। জীবনটা তো আমারই। আমাকেই সব প্রবলেম ফেস করতে হবে। তাই না !!!!!!!!!!!!!!
ঠিক বলেছেন সৌমেন দা
সব মিলিয়ে না হোক গড়পড়তা বেঁচে থাকাটাই এখন সংগ্রাম।
জীবন সেতো এক মহাকাব্য
দুঃখ গুলোন ঝেড়ে ফেলুন কবি দা।
তাই করতে হবে
আমার চারপাশে অজস্র দুঃখ লুটোপুটি খেলছে
সাগরের বালুচরে যেমন নূড়িপাথররা পড়ে থাকে,
কেউ আনমনে হেঁটেও চলে যায় দু’পায়ে মারিয়ে
কেউবা আবার তা কুরিয়েও নেয় অতি যত্ন করে।
অপূর্ব দূঃখ বিলাস..
বেশ ভাল লেগেছে। শুভেচ্ছা আপনাকে