স্পর্শ

ঘুম ঘোর ভেঙে দেখি দক্ষিণা মলয়,
বারেবারে ইশারায় কিছু বলিতে চায়।
চকিতে ভেবে আমি উদাসী হলাম,
এসেছিলে মৌনী তার প্রমান পেলাম।

এসো তবে ধরো হাত ছুঁয়ে দাও মন।
অকালবোধনে ভিজুক নব যৌবন।
কামনার জলরাশি হোক তবে ফুল,
করি এসো ছোঁয়াছুয়ি হয় হোক ভুল।।

16 thoughts on “স্পর্শ

  1. কামনার জলরাশি হোক তবে ফুল,
    করি এসো ছোঁয়াছুয়ি হয় হোক ভুল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আপনার মন্তব্যে আপ্লুত হলাম। আসলে আমি কবিতা লিখে খুব ভয়ে ভয়ে থাকি কি না কি ভুল হয়ে গেল ।
      ভুল হলে ভুল ধরিয়ে দেবেন আশা করি । গঠনমূলক সমালোচনাকে আমি সবসময় গুরুত্ব দেই ।

  2. যেখানে আমরা বেশী নিয়মিত সে জায়গাটিই বেশী প্রিয় হয় আমাদের। শব্দনীড়ের বন্ধুরা আপনার লিখা পেলেও সাহচর্য পাবে না। কঠিন শোনালেও সত্য। বিনয়ে বলি আপনি রিআ্যাক্টিভ হবার পর গতকাল থেকে এই ব্লগে অন্য ব্লগারের পোস্টে কয়টি মন্তব্য দিতে পেরেছেন জানিনা। আমার অনুমান ০০ শূন্য। :)

    1. তুবা আপু দয়া করে আমাকে ভুল বুঝবেন না।
      আমি ফিরবো বার বার ই ফিরবো।অন্য ব্লগারের পোস্ট না পড়লে আমি লিখবো কি করে? আমাকে যে পড়তেই হবে।
      শুভকামনা রইলো।

  3. বারেবারে ইশারায় কি বলে? একটু বিস্তারিত লিখুন।      

মন্তব্য প্রধান বন্ধ আছে।