কে তুমি কথা কও
আমার বুকের মাঝে
বসে সকাল-সাঁঝে?
কে তুমি আড়ালে থাকো?
আমি সুর সাধি,
আমি গান বাঁধি,
ইশারায় তোমারে
চেয়ে। কুয়াশা নদীতে
পড়ে নাকো ধরা, অলখে
হৃদয়ে যায় সে নেয়ে।
কতোদিন আর রবে সে
আড়ালে, খুঁজে খুঁজে প্রাণ
উন্মুখ। চোখের সায়রে চোখ
পড়ে গেলে, বোঝা হয়ে যাবে
আমাদের লুকানো যতো দুখ।
চোখের সায়রে চোখ
পড়ে গেলে, বোঝা হয়ে যাবে
আমাদের লুকানো যতো দুখ।
ধন্যবাদ আপনাকে।
খুবি সুন্দর কবিতা আপু। শুভেচ্ছা জানবেন।
ধন্যবাদ আপু
অভিনন্দন সহ শুভেচ্ছা জানবেন আপা।
ধন্যবাদ ভাইয়া
সুন্দর কবিতা প্রিয় কবি বোন।
ধন্যবাদ দাদা
সুন্দর।
ধন্যবাদ, কবি
চোখের সায়রে চোখ
পড়ে গেলে, বোঝা হয়ে যাবে
আমাদের লুকানো যতো দুখ।
চোখের সায়রে চোখ
পড়ে গেলে, বোঝা হয়ে যাবে
আমাদের লুকানো যতো দুখ।
* শব্দ চয়ন চমৎকার…
ধন্যবাদ আপনাকে