খুব করে হিম পড়েছে
পানি বেশ ঠাণ্ডা!
সেই পানিতে মা ’মাগুর’
পাড়লো শ’খানেক আণ্ডা।
আণ্ডা দেখে বোয়াল রাজা
হো হো করে হাসে।
ডিমগুলো খাবার লোভে,
খুশখুশিয়ে কাশে।
ভাব দেখে ব্যাঙের ছানা
বুঝলো কি হচ্ছে।
সেই কারণে তৎক্ষণাৎ সে
নালিশ নিয়ে যাচ্ছে।
মা ’মাগুর’ ঘটনা শুনে
রেগে মেগে ই সারা।
দেখাবে সে হাইকোর্ট,
হোক সে যে বা যাহারা।
মৎসসকল শুনতে এলো,
কিসের এতো গোলমাল।
মা ’মাগুর কেঁদে জানালো,
খবরাখবরের ফিল হাল।
সবাই মিলে সিদ্ধান্ত হলো
আর সইবে না অন্যায়।
দলে দলে মাছেরা সব
বাধলো যে জোট তাই।
এত বছরের দুর্নীতি,
আর যত অনিয়ম।
সব দোষের ই সাজা হবে
অপরাধ ভেদে বেশী বা কম।
চলো সবাই বোয়ার রাজের
গদি দেই উল্টিয়ে।
সশস্ত্র সংগ্রামে যত অনিয়ম
যাবে একদিন ঠিক পাল্টিয়ে।
সাহস করে ব্যবস্থা নিলে
করলে সঠিক প্রতিরোধ।
অত্যাচারী পরাজিত হবেই
বুঝতে হবে রে নির্বোধ ।
সাহস করে ব্যবস্থা নিলে
করলে সঠিক প্রতিরোধ।
অত্যাচারী পরাজিত হবেই
বুঝতে হবে রে নির্বোধ।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ভাইয়া।
বাস্তবতায় সুন্দর ছড়া পদ্য মি. ইসিয়াক। অভিনন্দন।
অনেক ধন্যবাদ মুরুব্বী ।
যেখানে থাকুন ভালো থাকুন । সুস্থ থাকুন। এই কামনা রইলো ।
পদ্য লেখাটি পড়লাম। প্রচ্ছদের ছবিটি কিসের কবি ভাই?
ছবিটি মাছের আপু। অনেক ধন্যবাদ।
শুভকামনা রইলো।
সুন্দর লিখেছেন ইসিয়াক ভাই।
ধন্যবাদ সুমন ভাইয়া ।
শুভরাত্রি ।
দেশ হোক দুর্নীতিমুক্ত । এটাই চাই প্রিয় কবি দা।
আপনার চাওয়া আমাদের সবার চাওয়া কবিদি।
শুভকামনা রইলো।
পদ্যের জয় হোক প্রিয় ইসিয়াক ভাই। শুভরাত্রি।
কেমন আছেন কবিদা?
শুভকামনা রইলো।
ভালো লিখেছেন।
ধন্যবাদ আপু।