রাতটা যখন গভীর হলো
আঁধার হলো ঘোর,
অমনি নিধন গরীব মিঞার
ঢুকলো ঘরে চোর!
সজাগ ছিল নিধন ঘরে
চোর ঢুকেছে বুঝে;
বললো আমি দিনের আলোয়
পাইনা কিছু খুঁজে
তুমি এলে আঁধার রাতে কি পাবে ভাই ঘরে?
না হয় প্রদীপ জ্বালিয়ে তুমি
দেখো ভাল করে!
গরীবের এই কোমল কথায় লজ্জা পেয়ে চোর,
যেতে যেতে বললো কোথায় আনলো কপাল মোর।
আপনার দ্বিতীয় লিখাটি পড়লাম মি. নুর হোসেন। কবিতার প্রয়াশ আমার ভালো লেগেছে। কবিতার জয় হোক। শুভেচ্ছা নিরন্তর।
শব্দনীড়ে আপনাকে স্বাগত জানাই।
মজার ছড়ার পদ্য কবি নুর হোসেন ভাই। আপনাকে শুভেচ্ছা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। শুভ সকাল।
ভালোবাসায় স্বাগত হে নবীন।