চোর

রাতটা যখন গভীর হলো
আঁধার হলো ঘোর,
অমনি নিধন গরীব মিঞার
ঢুকলো ঘরে চোর!

সজাগ ছিল নিধন ঘরে
চোর ঢুকেছে বুঝে;
বললো আমি দিনের আলোয়
পাইনা কিছু খুঁজে
তুমি এলে আঁধার রাতে কি পাবে ভাই ঘরে?
না হয় প্রদীপ জ্বালিয়ে তুমি
দেখো ভাল করে!

গরীবের এই কোমল কথায় লজ্জা পেয়ে চোর,
যেতে যেতে বললো কোথায় আনলো কপাল মোর।

নুর হোসেন সম্পর্কে

সংসার থেকে বিচ্ছিন্ন অসম্ভব আত্মহংকারী, আত্মকেন্দ্রিক; বাউন্ডুলে টাইপের একজন মানব সন্তানসংসার থেকে বিচ্ছিন্ন অসম্ভব আত্মহংকারী, আত্মকেন্দ্রিক; বাউন্ডুলে টাইপের একজন মানব সন্তান।

5 thoughts on “চোর

  1. আপনার দ্বিতীয় লিখাটি পড়লাম মি. নুর হোসেন। কবিতার প্রয়াশ আমার ভালো লেগেছে। কবিতার জয় হোক। শুভেচ্ছা নিরন্তর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. মজার ছড়ার পদ্য কবি নুর হোসেন ভাই। আপনাকে শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।