বর্তমান ২০২০ বর্ষের পঞ্চম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৫)

বর্তমান ২০২০ বর্ষের পঞ্চম কবিতা
বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৫)

কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

নববর্ষ এলো ভাই চিত্ত হৃষ্ট আজি তাই
পাখি সব কলরব করে,
অরুণ তপন হাসে সোনালী কিরণ ভাসে
রাঙাপথ অজয়ের চরে।

ফুলবনে ফুলকলি হাসিছে পাপড়ি মেলি
নতুন প্রভাত আজি জাগে,
স্নিগ্ধ সমীরণ বয় নতুন প্রভাত হয়
তনু মনে নব রং লাগে।

নয়ন দিঘির ঘাটে মরালী সাঁতার কাটে
মরালেরা পাছে পাছে ধায়,
তাল খেজুরের গাছে বাবুই খুশিতে নাচে
নববর্ষ আসিল ধরায়।

অজয় নদীর চরে শালিকেরা খেলা করে
শাল পিয়ালের বন দূরে,
গাঁয়ের পথের বাঁকে বাঁশবনে কাক ডাকে
ময়না চড়ুই পাখি উড়ে।

নববর্ষ নব সাজে আসে এই ধরা মাঝে
সারাদিন হাসি আর গান,
আজি শুভ নববর্ষে পুলকিত হয় হর্ষে
উঠে মেতে সবাকার প্রাণ।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

4 thoughts on “বর্তমান ২০২০ বর্ষের পঞ্চম কবিতা বর্ষ-বরণ ২০২০ (নববর্ষের কবিতা-৫)

  1. ইংরেজী বর্ষ-বরণ ২০২০ হোক আর বাংলা বর্ষ-বরণ হোক আপনার এমন আয়োজন সত্যই প্রশংসার দাবী রাখে। মনটা হালকা হয়ে যায়। অভিনন্দন কবি মি. ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম । সাথে থাকবেন, আশা রাখি।
      জয়গুরু!

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আপ্লুত হলাম । সাথে থাকবেন, আশা রাখি।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।