আমি আজ বিপন্ন জাতির এক নমুনাস্বরুপ,
এইটি আমার কেবলমাত্র ভাবনার খোরাক নয়।
কয়েক বছর আগে তার সাথে আমার পরিচয়,
আমি তার সাজ সাজ চেহারায় আকুল হতে হতে প্রেয়সী ভাবলাম।
কখনো তার বাম হাতের লম্বা নখ দিয়ে আমার নাকে চিহ্ন বসিয়ে দিত,
উপভোগ করার বদলে দেখতাম রোহিঙ্গা নারীর নয় মাসিক শরীর।
নোংরা কাদা জলে মায়াবী মুখ, নামহীন গাছের নিচে নতুন মানবের কান্না।
মানবতা, নারী দুই জিনিস দুই সত্তায় মিল করে রাজনীতির খোঁজ,
অবসাদ মনে যোগফল মিলে মিথ্যা আর প্রতারণা।
হয়তো এটাই প্রেম, এই আধুনিক গণতন্ত্র ।
জানা হল না তার জাত বংশ কিংবা শিয়া সুন্নি নাকি হিন্দু বৌদ্ধ,
তবে এতটুকু ঠিকই জানি তার দুই চোখ আমার বুক পকেটে নিশানা।
তার গর্ভে যদি একটি শুধু একটি সিরিয়ার শিশুর জন্ম হতো
তাহলে আমি শিয়া সুন্নির মাঝামাঝি কোন জাত তৈরি করে নিতাম।
14 thoughts on “কল্পনাময়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সাম্প্রতিক সময় শুধু নয়, জন্ম থেকে এই চিত্রেরই আদল দেখে আসছি আমরা।
ভালো লিখেছেন মি. ফয়জুল মহী। শব্দনীড়ে আপনাকে সুস্বাগতম। নিয়মিত লিখুন এবং সতীর্থ ব্লগারদের পোস্টে আপনার মতামত রাখুন। ব্লগিং হোক আনন্দের।
ধন্যবাদ।
স্কয়ার সাইজের 200×200 মাপের ছবি প্রোফাইলের ছবি হিসেবে আদর্শ। আপনার কবিতাটি পড়লাম। ভালো বুঝতে পারছি নিয়মিত চর্চা করেন আপনি। শব্দনীড়ে প্রথম দিনের প্রথম কবিতায় অভিনন্দন জানাচ্ছি। স্বাগতম।
স্বাগতম জানাই কবি ভাই।
দারুন লিখেছেন প্রিয় মি. ফয়জুল মহী। “ আমি তার সাজ সাজ চেহারায় আকুল হতে হতে প্রেয়সী ভাবলাম” অসাধারণ অভিব্যক্তি। আপনার প্রতিনিয়ত লেখা দেখতে চাই এখানে।
ভালোবাসায় স্বাগতম কবি ফয়জুল মহী ভাই।
আপনাকে স্বাগতম দাদা।
ওয়েলকাম।