দীঘল ঘুমে

নির্বাণ জীবন কেটে গেছে পানশালার কোলাহলে
ভেসে গেছে অজস্র রাত বিদঘুটে- অন্ধকারে

অবিরাম জ্বলেছে স্বপ্ন পোড়া আগুন; তাম্র-তৃষ্ণ ঠোঁটে
অবলীলায় কেটেছে যৌবন বেলা নিদারুণ মন-সংকটে!

মন বিকিকিনির হাটে দক্ষ তুমি- বিকোচ্ছ যখন পাহাড় ছোঁয়া দামে
আমি তখন মশগুল রুক্ষ্ণ শয্যায় কচ্ছপের মত দীঘল ঘুমে।

.
দীঘল ঘুমে // দা উ দু ল ই স লা ম ।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

11 thoughts on “দীঘল ঘুমে

  1. তখন মশগুল রুক্ষ্ণ শয্যায় কচ্ছপের মত দীঘল ঘুমে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. তুমি- বিকোচ্ছ যখন পাহাড় ছোঁয়া দামে
    আমি তখন মশগুল রুক্ষ্ণ শয্যায় কচ্ছপের মত দীঘল ঘুমে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1.  প্রিয় সুমন ভাই আপনার ভালোবাসায় সিক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান বোধ করছি https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif
       অনেক ভালবাসা ও আন্তরিক শুভ কামনা জানবেন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।