নামচা

ভুল প‌থে চল‌তে চল‌তে কে‌টে গেল প‌চিশ বসন্ত
ভাব‌তে ভাব‌তে কে‌টে গেল কতগু‌লো ফাগুন
কত চৈত্র এ‌লো গে‌লো, অলসতা র‌য়েই গেল।

কত তারকা খ‌সে পড়‌লো আকাশ হ‌তে
তারপর ভষ্ম ছাই, এখন অ‌স্তিত্বহীন!
হৃদ‌য়ের আকা‌শে উড়‌লো কত পা‌খি
স্মৃ‌তিগু‌লো আজও উজ্জ্বল, তা‌কি‌য়ে দে‌খি।

শর‌তের শি‌শির বিন্দু চু‌পি চু‌পি ব‌লে যায়,
ও‌গো বন্ধু, একটু প‌রেই বিদায় নেবো
কাল প্রভাতে যথারী‌তি আবার আস‌বো

3 thoughts on “নামচা

মন্তব্য প্রধান বন্ধ আছে।