জীবনের বড় প্রাপ্তি তুমি…

জীবনের বড় প্রাপ্তি তুমি…..

আমার বিদায় বেলায় তোমার দু ফোটা চোখের জল
আমাকে দিশেহারা করে দেয়,
কেমন করে আমায় যেন ভাসিয়ে নিয়ে যায় দূর কোন অজানায়,
তুমি বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দাও কোন এক শ্রাবণ সন্ধ্যায় আমি হারিয়ে যাবো মেঠোপথের বাঁকে,
ঐ পাহাড়ি ঝর্ণা অতিক্রম করে চলে যাবো দূর বহুদূরে গোধুলীর সাঁঝে,
তুমি খুব করে খুঁজবে আমায় প্রথম রবির মাঝে,
আমি কখনো থাকবো বনো জোছনা হয়ে,
কখনো বা আলোর প্রজাপতি হয়ে ছুঁয়ে দেবো তোমায়
রাতভর ঝমঝম বৃষ্টি হয়ে স্পর্শ করবে তুমি
আমায় অতি আদরে,
শুধু জেনে রেখো তোমাকে পেয়েছি আমার জীবনে
পৃথিবীর যে কোন প্রাপ্তির চেয়ে অনেক অনেক বড় পাওয়া,
শুধু জেনে রেখো আমি প্রখর রৌদ্র নই তোমাকে পোড়াতে চাইনা,
আমি তোমার প্রথম শ্রাবণের এক ফোঁটা বৃষ্টি
ফাগুনের প্রথম ফোঁটা লাল কৃষ্ণচুড়া
নিশিথের জাফরানী মৌচাক,
তোমার প্রথম ছোঁয়া আলোর প্রজাপতি,
মৌ মৌ ঘ্রাণে জেগে ওঠা তোলপাড় করা বৈষ্ণবীর প্রেম,
স্রষ্টার শৈল্পিক হাতের অন্নপূর্ণা,
তোমার সিঁদুর সঙ্গিনী ইস্কাপনের বৌ………….

— ফারজানা শারমিন
২৬ – ০১ – ২০২০ ইং

10 thoughts on “জীবনের বড় প্রাপ্তি তুমি…

  1. ঐ পাহাড়ি ঝর্ণা অতিক্রম করে চলে যাবো দূর বহুদূরে গোঁধুলীর সাঁঝে,
    তুমি খুব করে খুঁজবে আমায় প্রথম রবির মাঝে,
    আমি কখনো থাকবো বনো জোছনা হয়ে,
    কখনো বা আলোর প্রজাপতি হয়ে ছুঁয়ে দেবো তোমায়
    রাতভর ঝমঝম বৃষ্টি হয়ে স্পর্শ করবে তুমি
    আমায় অতি আদরে,

     

    ভালো লাগল কবিতাটি

    ইনফেক্ট কেন জানি বুক টা মোচড় দিয়ে উঠলো

     

    1. ও তাই নাকি । ধন্যবাদ আপনাকে অনুপ্রাণিত হলাম…………..

    1. অসংখ্য ধন্যবাদ আপনাকে । অনুপ্রাণিত হলাম…………….

মন্তব্য প্রধান বন্ধ আছে।