পাখির ডানায় সন্ধ্যা নামে নিষিদ্ধ রাত্রির ইশারায়, জামের ডালে হুতোম প্যাঁচা ঝিমায় ধ্যানমগ্ন চোখে। উড়ুক্কু মাছের পাখনায় চাঁদের আলো চিকচিক ঝলকায়। রূপালী চাঁদের বুকে গ্রহন লেগেছে মহাকালের।
আমি আর মহাকাল হাত ধরে হাটি পাশাপাশি। ফিসফিস ঘুমপাড়ানী সুরে সে আমার কানে কানে কয়… “যখন যাবার হবে সময়, তখন পিছু ফিরে দেখে নিও একবার জীবনের সাতরং। ফুরিয়ে যাবে তুমি, আর আমি অন্তহীন।”
কি এক অজানা দুঃখ ভর করে মনে। আহা ! যদি হতে পারতুম চন্দ্রিমা রাতের স্নিগ্ধ ছোঁয়া পৃথিবীর চোখের পাতায়। থাকতো না ফুরিয়ে যাবার ভয় অবেলায় অবহেলায়।
উপলব্ধি ও বোধের সরল প্রকাশ আমায় মুগ্ধ করেছে।
প্রীতিময় শুভেচ্ছা ও ভালবাসা – জানবেন শ্রদ্ধেয়া রোখশানা রফিক।
স্নিগ্ধতার চাদরে ঢেকে আছে পুরো লিখাটি। ভালো থাকুন কবি রোখশানা রফিক।
অনেক ভালো লাগলো
কবি বোনের কবিতা পড়ি ঠিকই; মন্তব্যের উত্তর কম পাই মনে হয়। শুভেচ্ছা।