বদলে গেছো

বদলে গেছো
প্রেয়সী বড় বদলে গেছো তুমি!
অন্য রকম ভাবে অসময়ে,
যে হৃদয়ে ছিলো আমার বসবাস!
আজ সেথায় দেখি অন্য মানুষের আনাগোনা,
এতোটা বদলে যাবে তুমি!
আমার মোটেই জানা ছিলো না!

তুমি ছিলে আমার স্বপ্ন রাজ্যের মহারাণী
তোমার হাতে হাত রেখে কত পথ হেটেছি
কত সাইক্লোন জড় তুফান মাড়িয়েছি
আজ সব কিভাবে ভুলে গেলে?
কিভাবে হঠাৎ হয়ে গেলে অচেনা?
অসীম ব্যথা হৃদয় গহীনে,বিধেছে বিষের দানা!!

তোমার মায়াবী হাসিতে ফুটতো শত শত ফুল
নরম হাতের স্পর্শে গাছেরা হতো সবুজ শ্যামল,
আজ তুমি সুখের তরে অন্যের ঘরনি
আমার কথা একবারও ভাবোনি!
কিভাবে বেচে আছি! কি সুখে আছি তুমিহীনা!!
জানি, হয়তো বলে বুঝানো যাবেনা।

তুমি ছিলে আমার ফুল কাননের মধুবালা
তোমার মিষ্টি কথা আর গান শুনে
হয়ে যেতাম আমি আত্মভোলা!
আজ কি একটুও মনে পড়েনা তোমার?
নাকি সব বেমালুম ভুলে গেছো!?
কত যে ছিলো তোমার আমার নিষিদ্ধ কামনা।?

তুমি বড়ো বদলে গেছো!
বদলে গেছো অন্যরকমভাবে অসময়ে!
জানি সময়ের সাথে সাথে বদলে যায় সব কিছু
তবে বদলে যায় কি ভালবাসা ?
বদলে যায় কি পবিত্র প্রেমের চাওয়া পাওয়া?
জানি নিশ্চুপ! এসবের উত্তর তোমার নেই জানা।

হাসান আল মাহদী সম্পর্কে

হাফেজ হাসান ইমাম। ছদ্মনাম হাসান আল মাহদী। একজন ইসলামি ব্লগার। জন্ম ১৬ ই জুন ১৯৯৮ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার অন্তর্গত বেতাগী গ্রামে। তিনি পড়ালেখা শুরু করেছেন গ্রামের মকতব হতে। তিনি ২০১৬ সালে মাদ্রাসা বোর্ড থেকে পুরব গুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসা হতে SSC/দাখিল এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা হতে আলিম/HSC ২০১৮ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজে অধ্যায়নরত আছেন। তিনি ছোট বেলা থেকে বিভিন্ন পত্রিকা ম্যাগাজিনে কবিতা, ছোট গল্প, উপন্যাস লিখে সুনাম অর্জন করেন। এখনো পর্যন্ত লেখকের কোন বই প্রকাশ হয়নি। সরাসরি-- 01811269578 Email: hasanmahmud9578@gmail

9 thoughts on “বদলে গেছো

    1. ধন্যবাদ প্রিয়,,  সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা দেওয়ার জন্য       

    1. ধন্যবাদ,,  নতুন কে নিয়ে যাত্রা করতে চাই, পাশে যেন আপনাকে পাই। 

       

    1. ধন্যবাদ প্রিয় কবি,,  আমি এই ব্লগে নতুন  , আপনাদের অনুপ্রেরণা আমাকে পথ দেখাবে   

  1. অভিনন্দন এবং শব্দনীড়ে আপনাকে স্বাগতম মি. হাসান আল মাহদী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।