জলরঙ

জলরঙে আমি সুখ আঁকি,
ধুয়ে যায় তা বৃষ্টিতে।
কিছু তার তবু লেগে থাকে
চোখের ক্যানভাস দৃষ্টিতে।

সুখ ঝরে যাওয়ার পরে
অবশিষ্ট থাকে যেটুকু
সুখের মতো রঙ,
সে ও কম নয়
সাজাতে জীবন
ছবির মতোন।

ভালো থাকা অভ্যাস এক,
যদি থাকো ভালো অবিরত।
দুঃখটাকে মুছে দিলে ইরেজারে,
সাধ্য কি তার তোমার মনে
এঁকে দেয় বেদনার মতো
কোনো এক ক্ষত।

3 thoughts on “জলরঙ

  1. সুখ ঝরে যাওয়ার পরে অবশিষ্ট থাকে যেটুকু সুখের মতো রঙ,
    সে ও কম নয়, সাজাতে জীবন … ছবির মতোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।