আজকাল নিজেকে ছাড়া.কোনোকিছুতেই
না বলি না, বলা চলে বলতে পারি না
কেনো জানি না, বলতে সাহস পাই না..!!
হিমালয়ে উঠতে যেমন সাহস লাগে
তেমনি না বলতেও বুকে হিম্মত লাগে
সাহস কিংবা দুঃসাহস কোনোটাই আমার নেই;
তাই নিজেকেই নিজে বলি..
হে কাপুরুষ পিক!! তোকে ধিক ধিক ধিক !!
আজ জন্মেছি বলেই হয়তো বা …
আত্ম-সমালোচনায় গাঁটছাট বেঁধে নেমেছি
বাপ-দাদার ভিটেমাটি, জলের ঘটি!
কালই যে আবার পুরাতন জন্ম বেছে নেবো না
বিড়ালের মতো গুটিসুটি!
এর কোনো গ্যারান্টি আমার কাছে নেই;
তারচেয়ে বরং চলুক.. চলতে থাকুক
না জল, না কাদার লুটোপুটি……..!!
একরাশ শুভেচ্ছা কবি জসীম উদ্দীন মুহম্মদ।
তারচেয়ে বরং চলুক.. চলতে থাকুক
না জল, না কাদার লুটোপুটি
সুন্দর

অনন্য লিখনী । শুভেচ্ছা সতত ।