স্বপ্ন

স্বপ্নে ভাগ্য বদলে যায়…
প্রতিরাত স্বপ্নের প্রতিক্ষা করি
সুবহে সাদেকের পূর্বে
মঞ্জিল পেয়ে যাবো…

ঘুম ভেঙ্গে গেলে
অধরা আলোয় স্বপ্ন
মিলিয়ে যায়, জীবন যুদ্ধ
বাস্তবের মুখোমুখি করালে
বিছানা বিলাস অবান্তর মনে হয়
নিজ কর্মে ব্যাপৃত মানুষ
অলীক স্বপ্নের মোহগ্রস্ততা
ঝেড়ে ফেলে
দিনের শুরু
শেষ স্বপ্নে বাধাপ্রাপ্ত হয় না

স্বপ্নের মলম, তাবিজ
মনে কাঙ্ক্ষা জাগায়
ঘুম পরী সিথানে দাঁড়িয়ে
ক্লান্তি তাড়াচ্ছে, এমন ভাবনা

মোহগ্রস্ত করে ঠিক, তবে
ঘুমের বাইরে যে জগত
স্বপ্নের বিপরীত, প্রকৃত জগত
তাতেই মানুষ বাঁচে, রঙিন
জগতের হাতছানি
মাড়িয়ে যে মঞ্জিলে পৌঁছায়
সেই প্রকৃত স্বপ্নবাজ

স্বপ্ন তার হাতে ধরা দেয়
সে-ই স্বপ্নকে স্বপ্ন দেখায়

4 thoughts on “স্বপ্ন

  1. "স্বপ্ন তার হাতে ধরা দেয়
    সে-ই স্বপ্নকে স্বপ্ন দেখায়"

    — চমৎকার বলেছেন। ভাল লাগা রইল। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।