মৌ চাক

প্রায় প্রতিদিন লোভ লাগে
মৌ চাকে
হস্তক্ষেপ করে চমকে দিই নৈসর্গের উদ্যান!
সর্বদা মিসমিস করা ছোঁয়ার স্নায়ু,
অহর্নিশ
জাগিয়ে রাখে অন্তস্থ নির্বাণ
আস্ত পাহাড় টলিয়ে দেয়ার উত্তেজনায়।…
তোমাকে দেখি
অনুপম উৎকর্ষে- গানে ও গমনে,
মনোরম বাগানের স্ফুটিত ফুলের সুষমায়।
আমারও মনে উৎফুল্ল জাগে
চরম!
লোভ লাগে টাটকা মধু সূদনে
একবার আপাদমস্তক মাতাল হই!
চমকে ঠমকে হই ব্যতিব্যস্ত,
বুকে জোনাকির গুঞ্জন
রেখে
ভোমরার মত মুখর হই… আস্ত মৌ চাকে!!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

3 thoughts on “মৌ চাক

  1. অনুপম উৎকর্ষে- গানে ও গমনে,
    মনোরম বাগানের স্ফুটিত ফুলের সুষমায়।

    চমৎকার এক উপমাময় কবিতা উপহার। অভিনন্দন প্রিয় স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।