হলদে পাখি

সজনে গাছের মগডালে,
একটি হলুদ পাখি।
নাম জানিনা তাইতো তারে,
হলদে পাখি ডাকি।

হলদে পাখি, হলদে পাখি,
কোথায় তোমার বাড়ি?
বাড়ি তো নাই, এদেশ ওদেশ
করি ঘোরাঘুরি।
বেশতো ভালো মজার জীবন,
অবাধ মুক্ত স্বাধীন।
গান গেয়ে যাও, ঘুরে বেড়াও,
নাচো তা ধিন ধিন।

আমি তো ভাই নিয়ম জালে
পড়ে গেছি বাধা।
মানব জীবন বড়ই কঠিন,
জটিল এক ধাঁধা।

2 thoughts on “হলদে পাখি

  1. শিশুতোষ কথা কাব্যে আপনার যথেষ্ঠ অভিজ্ঞতা। তারই প্রতিফলন আপনার এই সৃষ্টি। অভিনন্দন কবি মি. ইসিয়াক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।