বেড়া জাল

স্বপ্নের কোন বেড়া জাল নেই
দুঃস্বপ্ন তাই হানা দেয় সচল জীবনের পথে;
গ্রাহক দিনগুলো প্রতিকূল পথ থেকে
খসে পরে ধূলিকণা হয়ে সময়ের ভাঁজে।
গত দিনের ফুল আজ শোভা পায় না
দেবতার চরণে, আমরা সবাই কম বেশী স্বার্থের
কাছে নিজের সীমানার প্রতিবিম্ব চাই;
কিন্তু স্বপ্নের ধারা পাল্টাই না।
যে গৃহ এত দিন আমাকে রোদের ছায়া দিয়েছ
তাকে পাল্টে নতুন আবাস চাই, যে পোশাক এত দিন
আমাকে অাবৃত রেখেছে তাকে পাল্টাই,
যে খাবারে এই শরীরের শক্তি যুগিয়েছে তাকে
দূরে ঢেলে দিয়ে নতুনত্ব ইশারা করে প্রতিনিয়ত।

স্বপ্নের কোন বেড়া জাল নেই
ভঙ্গুর জীবন রোদ্দুরে পোড়ে শুকনো নদী;
সব কিছুই পাল্টে যায়, আসবাবপত্র সৌখিন থেকে
অারো সৌখিনতর হয়, পুরাতন ঘুনে ধরা সর্ম্পক
ছুড়ে ফেলে প্রাপ্ত দশ অানা নগদ কুড়ানো ;
যাপিত জীবনে মগজের কোষে বারে ঋণের ভার
যা বয়ে চলে প্রজন্ম ধারা।
তুমি আমি এর বাইরে জীবনের অস্তিত্ব নেই;
সবটাই স্বপ্নের কারসাজি, নাকি দুঃস্বপ্নের যাত্রাপথ।

স্বপ্নের কোন বেড়া জাল নেই
প্রতিদিন জেগে উঠি প্রতিদিন মরে যাই
প্রতিদিন অায়োজন করে গড়ি প্রতিদিন ভেঙে ফেলি
প্রতিদিন অজস্র চিন্তার জেগে উঠা গন্তব্যহীন পথে
প্রতিদিন অকাল বোধন, প্রতিদিন বিষপান
প্রতিদিন হেঁটে যাই প্রতিদিন ফিরে অাসি।
শুধু প্রতিদিনের স্বপ্ন সময়ের সাথে শব হয়ে যায়।

স্বপ্নরা ভালোবাসার মত
স্বপ্নের কোন বেড়া জাল নেই
নেই কোন সীমা
কলঙ্ক লেপন করে
সময় দ্রাঘিমা।

2 thoughts on “বেড়া জাল

  1. আপনার লিখা জীবন কাহিনী নির্ভর হয়। বাস্তবতার সংলাপ প্রধান কথা-কাব্য যে কেউ জীবনের সাথে মিলিয়ে নিতে পারবেন। খুব কম লিখলেও আপনি অসাধারণ লিখেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।