তরুণ বেলা

আমাদের গ্রামের ঈশান কোনে হিন্দু গ্রাম। যেখানে নামে শরতের মেঘ, উদাম আকাশ। রোজ সকালে সবুজের আড়াল হতে উঠে আসে সূর্য, সোনালী আবেগ, ভাসে তেপান্তরের মাঠ,আমাদের কাঙ্কি পুকুরের ঘাট। সেই অরুণ উদয়ে আমরা হতাম তরুণ- স্মার্ট! গ্রাম গ্রামান্তর আমরা ঘুরতাম- কার নারকেল গাছে কচি ডাব আছে, কার পেঁপে, পেয়ারা গোরা হয়েছে, তা-ই খুঁজতাম। আমরা জানতাম কোন তেঁতুল গাছে ভূত নাচে আর কোন বরই গাছের বরই পাক ধরেছে! আমরা বুঝতাম শেফালী দিদি কেন একবারের বাসন কুশন তিনবারে ধুতে আসে। বুঝতাম কোন সুবাসে মিহির কান্তির মন ভাসে।
শীতকালে আমদের তরুণ দলে গোল পাকে, হাডুডু আর স্বৈর খেলার চক আঁকে, নদীর চরে দৌড়াই ফুটবল, সারা গায়ে বালি মেখে শীতল জলে হতো উদাম গোসল।

তরুণ বেলা ।। দাউদুল ইসলাম

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

4 thoughts on “তরুণ বেলা

  1. ফিরে গেলাম যেন চল্লিশ বছর পেছনে। অসাধারণ কথা কাব্য প্রিয় স্যার। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।