শার্টের বাঁ পকেট

তখনও এলোমেলো চুল তোমার উড়ছিলো
দখিনা দ্রোহী বাতাসে।
বকুলের ঘ্রাণে চারপাশ মুখরিত;
নীলাকাশে কিছু শুভ্র মেঘমালা,
অনন্ত উচ্ছ্বাসে এলোমেলো ছুটে চলা।

শার্টের বাঁ পকেটে জমা ছিলো কিছু উচ্ছ্বাস,
কিছু অন্তকরণ,
তোমার সাথে পত্র মিতালি।

তুমি কি জানতে শার্টের বাঁ পকেটে কতো কিছু
জমা ছিলো তোমার জন্য ?
তোমার জন্য যত্ন করে রাখা গোলাপের পাপড়ি,
কিছু চিরকুট, কিছু আহবান।

বর্ষার হিজলের গাঢ় সবুজ পাতায়
মোড়া রক্তিম ফুলমালা।

শার্টের বাঁ পকেটে জমা সহস্র শতাব্দীর কথোপকথন,
আর তোমার সেই প্রিয় রজনীগন্ধা ফুল।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

7 thoughts on “শার্টের বাঁ পকেট

  1. শার্টের বাঁ পকেটে জমা সহস্র শতাব্দীর কথোপকথন,
    আর তোমার সেই প্রিয় রজনীগন্ধা ফুল।

    হালকা মোড়কে বিরহের আবহ। শুভেচ্ছা কবি মি. শান্ত চৌধুরী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।