একদিন কল্পনাগুলো বাস্তব হবে

একদিন কল্পনাগুলো বাস্তব হবে
যেভাবে সিঁড়ি বেয়ে ওঠে ছিলাম
হাতে হাত রেখে হেঁটেছিলাম
ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিলাম
সেভাবেই কল্পনাগুলো বাস্তব হবে।

একদিন তোমার কষ্টগুলো থাকবে না
একদিন তোমার দুঃখগুলো সব ভাগ করে নেবো
একদিন তোমার মুখের হাসিকে গায়েব হতে দেবো না
একদিন আমার আদরে তুমি আকাশে উড়বে

সেদিন আর চোখের জল তোমার গাল বেয়ে নামবে না
সেদিন তোমায় মনখারাপ করা দুপুর বা অপেক্ষার রাত কাটাতে হবেনা
সেদিন আমি তোমাকে তাই তাই দেবো
জীবনে তুমি যা যা চেয়েছো

বাইকের পেছনে বসতে আর হিচকিচ হবেনা
যখন তখন দেখা করতেও ভয় করবেনা
সাপনিকলার জঙ্গলে বা বলদিহাটের ঘাটে
বসে থাকবো তোমার ঘাড়ে মাথা রেখে
ডুবে থাকবো তোমার মনে, শরীরে, চোখে

আমি অপেক্ষায় আছি সেদিনের
যেদিন কল্পনাগুলো কল্পনা থাকবেনা
সব বাস্তবের রাস্তায় নেমে আসবে
একদিন কল্পনাগুলো বাস্তব হবে।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

6 thoughts on “একদিন কল্পনাগুলো বাস্তব হবে

  1. কবিতায় শুরু। অভিনন্দন এবং শব্দনীড়ে আন্তরিক স্বাগতম মি. মহাশয়। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।