একদিন কল্পনাগুলো বাস্তব হবে
যেভাবে সিঁড়ি বেয়ে ওঠে ছিলাম
হাতে হাত রেখে হেঁটেছিলাম
ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিলাম
সেভাবেই কল্পনাগুলো বাস্তব হবে।
একদিন তোমার কষ্টগুলো থাকবে না
একদিন তোমার দুঃখগুলো সব ভাগ করে নেবো
একদিন তোমার মুখের হাসিকে গায়েব হতে দেবো না
একদিন আমার আদরে তুমি আকাশে উড়বে
সেদিন আর চোখের জল তোমার গাল বেয়ে নামবে না
সেদিন তোমায় মনখারাপ করা দুপুর বা অপেক্ষার রাত কাটাতে হবেনা
সেদিন আমি তোমাকে তাই তাই দেবো
জীবনে তুমি যা যা চেয়েছো
বাইকের পেছনে বসতে আর হিচকিচ হবেনা
যখন তখন দেখা করতেও ভয় করবেনা
সাপনিকলার জঙ্গলে বা বলদিহাটের ঘাটে
বসে থাকবো তোমার ঘাড়ে মাথা রেখে
ডুবে থাকবো তোমার মনে, শরীরে, চোখে
আমি অপেক্ষায় আছি সেদিনের
যেদিন কল্পনাগুলো কল্পনা থাকবেনা
সব বাস্তবের রাস্তায় নেমে আসবে
একদিন কল্পনাগুলো বাস্তব হবে।
কবিতায় শুরু। অভিনন্দন এবং শব্দনীড়ে আন্তরিক স্বাগতম মি. মহাশয়। শুভেচ্ছা।
ধন্যবাদ মুরুব্বী ভাই
অনেক অনেক শুভকামনা রইলো ।
শব্দনীড়ে স্বাগতম ।



ধন্যবাদ