রূপসী রাক্ষসী

সয়ে যাচ্ছি অনর্গল অপবাদ
নির্বিবাদ বয়ে যাচ্ছি এক একটি কষ্টের পাথর,
বুকের উপর জমেছে জমাট রক্তের স্তর; নিরন্তর
ক্ষয়ে যাচ্ছি অন্তর অভ্যন্তর,আবাদ অনাবাদ
আজ পার্থক্য নাই কিছুতেই
আমার পৃথিবী জুড়ে বিরাজ করছে ধু ধু মরু প্রান্তর!

হৃদয়ের সীমান্ত ছিলো উন্মুক্ত
সহজ সরল চিন্তার সূত্র ধরে বিযুক্ত মুখোশে
অনুপ্রবেশ করেছে নগ্ন ছলা কলা,
আমি তো স্বপ্ন বিভোর চোখে দেখেছি প্রেমময় দোলা
কে জানতো? কোকিলের বেশে ক্ষুধার্ত শকুন
খেলবে রক্ত মাংসের হোলি খেলা।

নির্বাক দেখে গেলাম যত উথাল পাতাল
রূপসী রাক্ষসী করাল গ্রাস, জবর দখল, ভোগ বিলাস;
আপসোস! নিলামে উঠা পণ্যের মত
এতোটা উদাম হতে পারো তুমি! যদি জানতাম…।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “রূপসী রাক্ষসী

  1. স্বপ্ন বিভোর চোখে দেখেছি প্রেমময় দোলা
    কে জানতো? কোকিলের বেশে ক্ষুধার্ত শকুন
    খেলবে রক্ত মাংসের হোলি খেলা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।