কল্পনার প্রেম নয়, বাস্তবে তোমাকে চাই ।
কোথাও এখনো উল্লেখ হয়নি,
সেরকম একটা উপন্যাস চাই।
উপহারে কোনো দামি অলংকার নয়,
প্রতি মূহুর্তে তোমার ছোঁয়া পেতে চাই।
মুচকি হাসির স্টিকারে নয়,
তোমাকেই আমার হাসির কারণ বানাতে চাই।
আমার মন খারাপের দুপুর কিংবা
ঘুমহীন রাতগুলো তোমার অপেক্ষায় নয়,
প্রত্যেকটা রাত তোমার সঙ্গেই কাটাতে চাই।
সমস্ত ব্যস্ত শহরকে উপেক্ষা করে,
তোমার হাত ধরেই হাটতে চাই।
ঝকঝকে কাচের দেয়ালের চাইনিজ রেস্টুরেন্টে নয়,
এক কাপ চায়ে তোমাকে চাই।
আমার সমস্ত ব্যস্ততাগুলো
তোমার ভালোলাগাতেই কাটাতে চাই।
পারবে তুমি? আমাকে কাছে ডাকতে,
আমি যে আমার আমি কে ভুলে গিয়ে,
শুধু তোমার হয়েই বাচতে চাই!
3 thoughts on “এক কাপ চায়ে তোমাকে চাই”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনবদ্য
ভালো লাগলো ।
এক কাপ চায়ে তোমাকে চাই
চমৎকার লেখা। খুব ভালো লাগলো।
আপনার আরো লেখা পড়ার অপেক্ষায় রইলাম।
শুভকামনা
কবিতায় অভিযাত্রা। সুস্বাগতম কবি নাজমা হেপতুল্লা। অভিনন্দন।