দূরের বাঁশী

দূরে থাকা সুর
বাঁশীর টানে হৃদয় মাঝে রয় জড়ানো,
কাছে থাকা বড়ই খোলামেলা,
তাই দূরের বাঁশী হয়ে ভালো আছি জেনো।

প্রার্থনায় দু’হাত তুলে
চাইতে পারি অকাতরে,
হাত বাড়িয়ে খুঁজতে পারি
ঘুমের ঘোরে সকাতরে।

দূরে থাকা সুর করুণ-মধুর
বাজতে থাকে বুকের মাঝে,
কাছে এলে প্রাত্যহিকতায়
সস্তা ঠেকে সব সকাল-সাঁঝে।

2 thoughts on “দূরের বাঁশী

  1. প্রার্থনায় দু’হাত তুলে চাইতে পারি অকাতরে,
    হাত বাড়িয়ে খুঁজতে পারি … ঘুমের ঘোরে সকাতরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. দূরে থাকা সুর বড়ই কষ্টদায়ক কবি দিদি

    অনেক শুভ কামনা রইল————–

মন্তব্য প্রধান বন্ধ আছে।