তোমায় নিয়েই গল্প হোক…

এক লাইনের কি কবিতা হয়? জানিনা। হলে এগুলোকে কবিতা ভাবতে পারেন। নাহলে সহজ সরল ভাষায় বলবো, মহাশয় তার প্রিয়তমাকে ভেবে কিছুর মনের ভাব, আবেগ, প্রেম উজার করেছে। আশাকরি ভালো লাগবে আপনাদের। পড়তে পড়তে নিজের প্রিয়তমাকে মনে করলে আরো ভালো লাগতে পারে !

❖ যখন তোমাকে দেখি তখন পলক ফেলাকেও সময় নষ্ট মনে হয় !
❖ তোমার প্রত্যেকটা অঙ্গের উপর আলাদা আলাদাভাবে প্রেমে পড়তে চাই।
❖ আমি তোমাকে ঠিক তেমনই ভালোবাসি যেমন ফাঁসির সাজা প্রাপ্ত অপরাধী তার জীবনকে ভালোবাসে !
❖ যখন তোমাকে দেখি তখন মনে হয় – তুমি আমার চোখের, মনের, শরীরের, আত্মার ”শুকুন”।
❖ তোমার দেখা পাওয়াকে… সৌভাগ্যের ব্যাপার মনে হয়।
❖ কোন এক বৃষ্টির দিনে, রাস্তার কোন ফাঁকা চায়ের দোকানে… তোমার সাথে আটকে পড়তে চাই।
❖ লাল গোলাপ হোক বা পূর্ণিমার চাঁদ… তোমার হাসির থেকে সুন্দর এই পৃথিবীতে কিছুই নাই।
❖ তোমার বুকে মাথা রেখে তোমার হার্টবিট গুনতে চাই।
❖ তোমার আইসক্রিমের চামচ হলেও নিজেকে ভাগ্যবান মনে করতাম।
❖ একদিন পাখী হয়ে তোমার ছাদে বসতে চাই। স্নানের পর তোমার চুল শুকানো আর ধোয়া কাপড় মেলে দেওয়া দেখতে চাই।
❖ আমার অবহেলাগুলো তোমার ভালোবাসার সামনে নতজানু হয়ে পরাজয় স্বীকার করেছে।
❖ আমি ব্যস্ত হলেও… আমার রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায় শুধুই তুমি বয়ে চলেছ।
❖ আমি কল্পনায় তোমাকে জড়িয়ে ধরলাম। তুমিও কল্পনায় অনুভব করে নাও।
❖ পৃথিবীর সব কষ্ট, চিন্তা, চাপ ভুলে যাওয়ার জন্য তোমাকে একবার দেখায় যথেষ্ট।
❖ তোমার চেহারার দিকে তাকিয়ে আমি ১০০ বছর কাটিয়ে দিতে পারি। সেটা কি তুমি জানো…
❖ একদিন তোমার সাথে হাঁটবো। তোমার হাত ধরে হাঁটবো। এমন এক পথে যার কোন গন্তব্য নেই।
❖ কেউ বিনা মেকআপেও এতো সুন্দর লাগতে পারে… তোমাকে ভালোবেসে জানলাম।

ছবিঃ তৌসিফ হকের আকা।

মহাশয় সম্পর্কে

মহাশয় আমার ছদ্মনাম। আমি ভারতীয়। ছদ্মনাম নেওয়ার পেছনে কারণ দ্বিধাহীনভাবে যা ইচ্ছা লিখতে পারার সুবিধা। অনেক সময় আসল পরিচয়ে স্বাধীনভাবে লেখা যায় না। আমি জীবনানন্দ দাসের মতো মনে করি না কেউ কেউ কবি। আমি মনে করি সবাই কবি। প্রতিটা মানুষ প্রেমে-বিরহে, সুখে-দুখে, বিপদে-দুশ্চিন্তায় যখন আবেগী হয় তখন হৃদয়ে কবিতা নেমে আসে। তখন চাইলেই যে কেউ কবিতা লিখে ফেলতে পারে। শিক্ষার বা জ্ঞানের কারণে অনেকের কবিতায় আকর্ষণীয় শব্দ বা বাক্য থাকে না। তবে সেই সময় তারা যা লিখে তা অবশ্যই কবিতা। সবাইকে আমার ব্লগে স্বাগতম।

9 thoughts on “তোমায় নিয়েই গল্প হোক…

  1.   অনেকবার পড়লাম হৃদয় ছুয়ে গেল ।

    বেঁচে থাকুক আপনার ভালোবাসাhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. "যখন তোমাকে দেখি তখন পলক ফেলাকেও সময় নষ্ট মনে হয় !" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. প্রাঞ্জল শব্দের অলংকরণ।  পাঠে মুগ্ধ  হলাম।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।