মতভেদ

হৈ হৈ রৈ রৈ,
বাজলো বিয়ের ঢোল।
তাইরে নাইরে,তাইরে নাইরে,
দারুণ কোলাহল।

সিংহ মশাইয়ের বিয়ে হবে,
রাজা বলে কথা।
তাই নিয়ে হাজার আলোচনা,
নানান বারতা।

গোলাপ দিয়ে গাঁথা হলো,
সুদৃশ্য সুগন্ধী মালা।
অতিথি আপ্যায়নে জোগাড়,
পানীয়ের পেয়ালা।

শাকসবজি আনা হলো,
ভুরি ভোজনে।
খাবার টেবিল সাজানো হলো,
হাজারটা ব্যঞ্জনে।

নিরামিষ হলো কেন?
জানতে চাইলো ভালুক।
আর নয় শত্রুতা,তাই
মাংস বাদেই চলুক।

দেখছো না মানব সমাজে
কি হয়েছে হাল।
নানান বিভেদের ফলে
অবস্থা বেসামাল।

অন্যের ক্ষতি না করে
মিলে মিশে থাকি।
বিপদ আপদ আসতে পারে
ঐক্য ধরে রাখি।

লোভনীয় ভোজ দেখে
পাখীরাও এলো।
পশুরাজের বিয়েতে সবাই
ঐক্যবদ্ধ হলো।

ভালো ভালো খুব ভালো
আমরা নিরামিষ ভোজি।
অহিংস মন্ত্রে দীক্ষা নেব,
ঠিক করেছি আজই।

আনন্দ হলো হল্লা হলো
চলল দারুণ মজা।
অহিংস মন্ত্রে দীক্ষা নিয়ে,
নাচলো খানিক রাজা।

ব্যপক আয়োজন দেখে
কীটপতঙ্গরাও এলো।
পশুরাজের বিয়েতে
কেউ না বাদ গেলো।

ভোজ হবে ভোজ হবে,
সুখের মহাভোজ।
বড় দুঃখের কথা হলো,
কণের নেই খোঁজ।

কি হয়েছে? কি হয়েছে?
কণে কোথায় গেলো?
কণে রাগে চুল ছিড়ছে,
আচরণে এলোমেলো!

কণে সিংহ রাজী নয়,
এই বিয়েতে তাই।
অচিরেই দুঃখ এলো,
বন দুনিয়ায়।

ভেতরের খবর দেই তবে,
মাংস ছাড়া ভোজন!
প্রথাবিরোধী অভিযোগে
ভাঙলো আয়োজন।

6 thoughts on “মতভেদ

  1. চমৎকার ছড়া পদ্য। ভালো লাগে পড়তে। অভিনন্দন কবি মি. ইসিয়াক। শুভ সন্ধ্যা। :)

    1. ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
      আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।
      অনেক সময় ব্যস্ততার জন্য প্রতি মন্তব্য করতে দেরী হয়ে যায়।
      আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
      ভালো থাকুন। সুস্থ থাকুন। সতর্ক থাকুন সবসময়।
      শুভকামনা্

    1. পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো প্রিয় দাদা।

  2. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifসুন্দর লেখা। । শুভ কামনা আপনার জন্য l
        

মন্তব্য প্রধান বন্ধ আছে।