হাবিবি

জানি বেহেশত ঢুকে গেছে দক্ষিণে
আর হে রব তুমি ডাকছো আমাকে
বলছো আশিক ঘুমায় না, মাশুক ঘুমায় না
তুমি কেন ঘুমাও !!

হে আমার প্রতিপালক
একদিন মেঘস্বরে যে প্রেমিক ডেকেছিলো
তুমি বলেছিলে সেও ঘুমায় না –

আজ সে ঘুমে অধোবদন
আমি ডাকছি তাকে কুম কুম লাইয়ালামুনা
হে আমার প্রিয় উঠে যাও !!
এতো কেন ঘুমাও !!

যে রাত ঘুমায় না
যে সমুদ্র জেগে থাকে
যে বৃক্ষ রাতে বিজবিজ স্বরে বলে
সকলে ঘুমায় –
তুমি কেনো জেগে থাকো সই ?

3 thoughts on “হাবিবি

  1. শুভেচ্ছা রইলো কবি আপা। ভালো এবং নিরাপদে থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifভালো লাগলো লেখা। নিজে সচেতন হই। অন্যকে  সচেতন করি। 
        

মন্তব্য প্রধান বন্ধ আছে।