একটা ছেলে জন্মেছিলো টুঙ্গিপাড়া গ্রামে,
সেই ছেলেটি পরিচিত শেখ মুজিবুর রহমান নামে।
একটা ছেলে চেয়েছিলো বাংলার ভালো হোক,
সেই ছেলেটা সাধাসিধা নিপাট ভদ্রলোক।
একটা ছেলে দেশের তরে নিবেদিত প্রাণ,
সেই ছেলেটির মোহনবাঁশিতে ছড়ালো মুক্তির গান।
একটা ছেলের বক্তব্য শুনে শোষকেরা বসলো নড়েচড়ে,
সেই ছেলেকে ঠেকাতে তারা নানা ফন্দি করে।
একটা ছেলের নিজের দেশের ছিলো বড় সাধ
সেই সাধকে হায়েনারা বলল কঠিন অপরাধ।
একটা ছেলের ডাকেতে জনতা উঠলো জেগে,
সেই ছেলের আহ্বানে পাকসেনারা গেলো রেগে।
একটা ছেলে ২৫শে মার্চ রাতে কারাবন্দী হলো,
বন্দী হবার আগে সে স্বাধীনতার ডাক দিলো।
সেই রাতে পাকসেনারা দেশকে বানালো দোজখ,
চরম অত্যাচার খুনোখুনি, ভাঙলো মায়ের বুক।
সেই ছেলেটির অর্ন্তধানে বীর বাঙালী হলো ক্ষিপ্ত,
সম্মিলিত প্রাণপণ প্রচেষ্টায় দেশকে করলো রাহু মুক্ত।
নয়মাস পরে পূরণ হলো সেই ছেলেটির সাধ,
স্বাধীনতা মানে মুক্তি, সেটা নয়তো অপরাধ,
সেই ছেলেটি ও জনতার মিলিত সমন্বয়ে বাংলাদেশ স্বাধীন হলো,
তারই ধারাবাহিকতায় ২৬শে মার্চ স্বাধীনতা দিবস এলো।
লাখো মানুষের আত্ম ত্যাগে আমাদের স্বাধীনতা। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
লাখো বাঙালির আত্মত্যগে অর্জিত স্বাধীনতা, আর একজন মহান নেতা। সালাম তোমাদের।