কভিড নাইনটিন……………
প্রযুক্তিভিত্তিক পৃথিবী দখলের অহর্নিশ প্রয়াসে
আর বিজ্ঞানের উপর নির্ভর করে নতুন প্রজাতির আবিষ্কার,
সৃষ্টি ও ধ্বংসের সকল কলাকৌশল নিয়ন্ত্রণ আজ মানুষের হাতেই,
আকাশে বাতাসে নিপীড়নের ক্রন্দন, ঘৃণা ও বিদ্বেষ
আর জঘণ্য ভয়াবহ সন্ত্রাসী কবলে আজ ক্ষুদ্র সমাজ সম্প্রদায়,
ক্ষমতার দম্ভে পৃথিবীতে শুরু হয়েছে কলঙ্কিত অধ্যায়,
অথচ ক্ষমতার পতন ইতিহাসের ধ্রুব সত্য,
কভিড নাইনটিন আজ তারই নিদর্শন
উহান থেকে সমস্ত চীন এমনকি বিশ্বে ছড়িয়েছে,
ক্ষুদ্রতম এই ভাইরাসে বিশ্ব আজ স্তব্দ
সমস্ত ক্ষমতার দাম্ভিকতায় আজ ফাঁটল ধরেছে
মহামারীর ছোবলে পড়ার আতঙ্কে,
বিষাদের সুর ধ্বনি চারিদিকে অদৃশ্য করোনার থাবার দাপটে,
এ কেমন মৃত্যু ?
ক্ষমা করো হে দয়াময় !
শেষ বারের মত মরহেদ দেখানো হয়না বিশেষ আয়োজনে,
গোসল কিংবা জানাযাও নয়,
সন্তানেরা নির্বাক তাকিয়ে অশ্রুসিক্ত নয়নে,
শেষ দেখাও হয়না প্রিয়তমার সাথে কিংবা কোন আত্মীয় স্বজনের সাথে,
শেষ কথাটি বলা হয়না আর,
আহ্ কি করুণ মৃত্যু !
চারদিকে শুধুই নিরব শোক আর লাশের মিছিল
বাতাসটাও আজ বড্ড ভারী লাগে
একটা ভাইরাস পৃথিবী বদলে দিলো
কবে হবে মুক্তি কে তা জানে,
কাঁপছে পুরো বিশ্ব আজ করোনার আগমনে………..
— ফারজানা শারমিন
৩১ – ০৩ – ২০২০ইং
সুচিন্তিত মনোভাবের প্রকাশ ।
অনেক ধন্যবাদ………………
কবে হবে মুক্তি কে তা জানে,
কাঁপছে পুরো বিশ্ব আজ করোনার আগমনে…
মহান আল্লাহ সহায় । ধন্যবাদ…………..