আমের বনে দোলা দিলো,
কৃষ্ণচূড়ায় ফাগুন।
তোমার প্রেমের মাতাল হাওয়ায়,
মনে লাগে আগুন।
গুন করেছো কি দিয়ে গো,
কোন সে জাদুটোনা।
তোমায় ছাড়া দিন কাটে না,
হৃদয় আনমোনা।
শীতল দিনে খোলস ছেড়ে,
উষ্ণতার লোভে।
তোমায় ছোঁয়ার নেশায় বিভোর,
ভাবনা ভেবে ভেবে।
মন মঞ্জরিত, উথাল পাতাল
হাওয়া বয়ে যায়।
নতুন প্রেমের নতুন প্রকাশ
বিকাশ হতে চায়।
কি যে জ্বালা! এলো এ কোন
অমানিশার ঘোর।
দিনগুলি যায় তবু ও তো ,
কাটে না প্রহর।
কোয়রেন্টাইনের দিনগুলিতে,
বড্ড ভাবনা হয়।
আঁধার শেষে আলোর দিনে
পাবে তো তোমায়?
পারবো কি আবার হাত ধরতে
পাশাপাশি চলতে ?
নাকি করোনার ভয়ে দুর থেকে
হবে কথা বলতে?
খুবই ভালো লাগলো।
ধন্যবাদ ভাইয়া।
পারবো কি আবার হাত ধরতে
পাশাপাশি চলতে ?
নাকি করোনার ভয়ে দুর থেকে
হবে কথা বলতে?
নিশ্চয়ই পারবেন কবি। পৃথিবী আবারও একদিন জেগে উঠবে।
তাই যেনো হয় মুরুব্বী ।
শুভকামনা