দুঃখ কষ্ট মুছে যায় নিজের শিশুদের কাছে আসলে
এক নিমেষেই কয়েকশো চুমু খায় শিশুদের গায়ে
অপূর্ব এক ভালোলাগা জিনিস নিজের শিশুগুলো
শিশুরা লাথি দেয় আর আমি ওদের পায়ে চুমু দিই
নিজের শিশুদের সর্দি ভরা মুখে চুমু দিই
আদর করে একেক নামে ডাকি
মনে হয় পৃথিবীর সব শিশু যেন ভালো থাকে
মনে হয় পথ শিশু ,এতিম ও দুস্থ শিশুদের কথা
কখনো দেখেছেন ছেঁড়া জামা গায়ে দেওয়া শিশু
ক্ষুধার্ত শিশু, ধুলা-বালি মাখা শিশু
ওরা পৃথিবীতে সৃষ্টিকর্তার সবচেয়ে আপনজন
আমি আমার শিশুকে যতটুকু ভালোবাসি
সৃষ্টিকর্তা অনাহারি শিশুকে আরো ভালোবাসে
ময়লা ও সর্দি মাখা মুখের হাসি ও কান্নাভরা শিশুদের
ভালোবাসুন, অসহায় শিশুকে ভালোবাসুন
কোমলমতি প্রতিটি অসহায় শিশুকে ভালোবাসুন
এর চেয়ে ভালো কিছু আর কি হতে পারে?
3 thoughts on “শিশুদের গল্প (খালিদ মোশারফ)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনুপম, অতুলনীয় লেখা।
কোমলমতি প্রতিটি অসহায় শিশুকে ভালোবাসুন
এর চেয়ে ভালোকিছু আর কি হতে পারে?
___ স্বাগতম কবি খালিদ মোশারফ। অনেকদিন পর আপনার দেখা পাওয়া গেলো।
পোস্টে মন্তব্যদাতাদের মন্তব্যের কোন উত্তর নেই।