স্বাধীন স্বাধীনতা

স্বাধীনতা !
পেয়েছো কি তুমি পূর্ণতা
নাকি আজো সংবিধানেই আটকা ৷
কোথায় তুমি স্বাধীনতা ?
এদিক ওদিক কৈ আমি তো দেখছিনা,
নাকি বুক সেল্ফে দিয়েছো গা ঢাঁকা ৷
স্বাধীনতা
তুমি কি সেই স্বাধীনতা
আছে যার একঝুড়ি বীরত্বগাথা
যে ঋন কোনদিন শোধতো হবার না ৷
স্বাধীনতা আমি চাই সেই স্বাধীনতা
শৃংখল থেকে মুক্তি পাওয়া সেই স্বাধীনতা
স্বাধীনতার নামে উশৃঙ্খলতা
না চাই না আমি সেই স্বাধীনতা ৷
স্বাধীনতা !
তোমার বুকে আজও ঘোরে সেই শকুনেরা
আমার মা,বোন যাদের কাছে হয়েছিলো ধর্ষিতা ৷
স্বাধীনতা
আমি চাই সেই স্বাধীনতা
যে দেবে আমায় ঘরে ফেরার পূর্ণ নিশ্চয়তা ৷

4 thoughts on “স্বাধীন স্বাধীনতা

  1. যে ঋন কোনদিন শোধতো হবার না … স্বাধীনতা আমি চাই সেই স্বাধীনতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।