স্বপ্ন ক্ষয়

আমার দেখা স্বপ্ন গুলো
স্বপ্ন হয়েই ক্ষয়
কিছু স্বপ্ন ভেসে ভেসে
উদাস হাওয়া হয়।

আমার দেখা স্বপ্ন গুলো
মরুর তপ্ত বালু
স্বপ্ন কিছু ঝড়না হয়ে
পাহাড় থেকে ঢালু।

স্বপ্ন আমার ভেজায় আমায়
দিনে কিংবা রাতে
স্বপ্ন কিছু লুটিয়ে পরে
পথের বাঁকে বাঁকে।

স্বপ্ন দেখে স্বপ্ন উড়াই
নাটাই আমার হাতে
ভোকাট্টা হয় স্বপ্ন ঘুড়ি
নবীন সুতার সাথে।

কিছু স্বপ্ন ঠিকানা হীন
ঘুরে বেরায় পথে
হঠাৎ কারো পকেট পেল
চলে তাহার সাথে।

অভিমানী সব স্বপ্ন গুলো
চাঁদের অালোয় ভেজা
হয়নি কেনা ফুলের সুবাস
ছিলাম নাতো রাজা।

স্বপ্ন আমার অাঁধার বোঝে
প্রদীপ তলে আলোর খোঁজে
ছুটতে গিয়ে হোচট খেয়ে
গড়িয়ে পরে খাদে
নিদারুণ সেই যন্ত্রনাকেই
দারুন ভালোবাসে।
♦♦♦

3 thoughts on “স্বপ্ন ক্ষয়

  1. প্রদীপ অতলে আলোর অনুসন্ধান। শুভ নববর্ষ কবি খেয়ালী মন। নিরাপদ থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।