[১]
শুভ নববর্ষের দিনে, নিপাত যাক,
দূর হোক অশুভ শক্তি।
সকল অকল্যাণ দূর হয়ে,
মানবজাতি পাক মুক্তি।
[২]
এসেছে আবার নতুন একটি দিন,
নতুন আলোর প্রভাত।
পৃথিবীর অসুখের এই দুর্দিনে,
অবদমিত হোক অশুভের যত আঘাত।
একদিন ঠিক ফিরবে কোলাহল,
সারা পৃথিবী জুড়ে।
ততদিন অবধি এসো হে নবীন,
মানবতার তরে যাই লড়ে।
গাই সাম্যের গান, এসো মিলে
মিশে চলি ,এই মহাদুর্যোগ, দুর্দিনে।
এসো শপথ নেই, নববর্ষের দিনে,
মানবতার কল্যাণে।
মানবজাতি আবার সহাবস্থানে যাক,
ফিরে পাক উচ্ছলতা।
আলোয় আলোয় ভরে উঠুক পৃথিবী,
নব নবীনের কথকতা।
"মানবতার কল্যাণে মানবজাতি আবার সহাবস্থানে যাক, ফিরে পাক উচ্ছলতা।
আলোয় আলোয় ভরে উঠুক পৃথিবী, নব নবীনের কথকতা।"
Happy new year ♥️♥️