আমি চোখের ভেতর কবর দেখি।
আমাদের কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছে
মৃত শরীর-বনের পাশে, মাটি খুঁড়ে-
এই সব শরীর চলে যাওয়া পথ
চালকুমড়োর শাদা কুড়োর মতো
ডুবে যায়-রাখাল সন্ধ্যার দিকে-
খলবলে ব্রক্ষ্মাণ্ড, আরও ভাগ হয়
সুগন্ধি আতরে মখমলি স্লেটদাগ-
আমাদের দেখা হয়-শুষ্কজলা ঠোঁটে
ভাঙা কোলাহলের পাশে-রেলস্টেশন,
ধু ধু মাঠ-পিঁপড়ের ঢিবি, আঁশশাদা
চারাগাছের বীজ, দেখা হয়-ফের
পিঠ ছোঁয়া রাজবায়ুর উঁচু ক্ষেতখামার …
"চারাগাছের বীজ, দেখা হয়-ফের
পিঠ ছোঁয়া রাজবায়ুর উঁচু ক্ষেতখামার … আমি চোখের ভেতর কবর দেখি।"
পরিপাটি লেখা । বেশ।
দারুন লেখনী
চমৎকার লিখেছেন শ্রদ্ধেয়।
শুভেচ্ছা জানবেন