প্রিয়তম,
তোমার জমিয়ে রাখা গোপন দুঃখ গুলো কখনো
ছুঁতে না পারার কষ্ট আমাকে স্বপ্নবিহীন জাগিয়ে রাখে রাতের পর রাত।
ভাবনার বাক্সবন্দী স্মৃতিকথা খোলা হয়নি কোনদিনই যা তোমাকে দেখাবো ভেবে জমিয়ে রেখেছিলাম বসন্তের দিনে।
আজো সেই গোপন ভারমুক্ত হলো না;
দিগন্তরেখার কাছাকাছি শেষ বিকেলের হলুদ সূর্য জানিয়ে দিচ্ছে তার বিদায়ের বারতা ;
আমিও রকিং চেয়ারে বসে দুলে যাচ্ছি; ফুটপাথের চালচুলোহীন নেশাগ্রস্থ ভিখারির মত।
উঠে দাঁড়াবার উপায় আছে ঠিকই কিন্তু ইচ্ছের কাছে পরাজিত নির্লিপ্ত মন সময়ের কালক্ষেপণে বেশী প্রাধান্য দিয়ে ঝুলে আছে এক নিকষকালো গহ্বরে।
কি হবে এই বেলা শেষের আলোয় পৌরাণিক গল্পের ঝুলি খুলে, সেই তো রাত, সেই তো অন্ধকারের হাহাকার, সেইতো প্রদীপের তেল ফুরিয়ে যাবার যৌক্তিক বাহানা।
তাই বার বার ফিরে যাই নিদ্রাহীন স্বপ্নবিহীন রেলগাড়িতে পাড়ি দেয়া জীবনের পথে। এতে করেও একটা অপূর্ণ ইচ্ছের সুখ খুঁজে পাওয়া যায়, যাতে কিনা হারানোর ভয় নেই, স্বপ্নক্ষয়ের জ্বালা নেই, বিষাদময়তা নেই, ক্লান্তি নেই,দুঃখ নেই, আবেগ নেই,রোষানল নেই, চোখেরজল নেই, কষ্টের হা হুতাশ নেই, এই নেই, সেই নেই, আমি নেই এমন কি তুমিও নেই।
তবু যা থাকে তা গলে গলে জ্বলে ক্ষয়ে যাওয়া মোমের তলানি, সময় বেঁচে থাকার শেষে ক্ষণে নতুন শক্তি নিয়ে পুনরায় স্মৃতিপটের সাথে বসে দুলে দুলে খুলে দেয়া বাক্সবন্দী প্রজাপতির ইচ্ছের রোদ্দুর।
চাইলেই সেই রোদ্দুর প্রজাপ্রতির ডানায় তোমাকে নাচতে দেখতে পারি, শুনতে পারি তোমার কণ্ঠের টুংটাং জলতরঙ্গ। ছুঁয়ে দেখতে পারি প্রজাপতির বালুচরি রঙের নক্সা,এর সাথে সৌখিন মেজাজে আলী আকবর শুনতে শুনতে দু’এক পেগ মেরে দিতেও দ্বিধা নেই, এতে করে কোন পাপ বোধ জাগবে না !
আমি জানি, সময়ের মানদণ্ডে আমরা কেউ আগে পরে নেই; আমাদের যাত্রা সমতালে গন্তব্যের শেষ স্টপইজ, যদিও পথ ও রথ ভিন্ন হতে পারে।
তার পরও পিছন ফিরে না তাকাবার মত ইচ্ছেরা আমাদের মত মৃত হবে না কোন দিন, আর বাক্সের সেখানেই জমে থাকে, থাকবে তোমার, আমার আমাদের না ছুঁয়ে যাওয়া গোপন দুঃখগুলো।
১২/০৫/২০২০
====
✍️ খেয়ালীমন
ধন্যবাদ প্রিয়
শুভকামনা থাকলো।
বহুকাল পর আপনার সরব উপস্থিতি এবং অনিন্দ্য সুন্দর আয়োজনে সত্যিকারার্থেই মুগ্ধ হলাম মি. খেয়ালী মন। এভাবেই পাশে থাকুন; ভালো রাখুন সবাইকে। ধন্যবাদ।
হৃদয় পোড়ানো গন্ধ পেলাম,
বিরহ পথে আমি একা নই শান্তনা নিলাম।