মারী ও মড়কের তাণ্ডব শেষে
আমাদের দেখা হোক নিরালায়,
শ্বেতশুভ্র গোলাপগুচ্ছ হাতে
তুমি হেঁটে এসো আমার আঙিনায়।
সাথে এনো কিছু শীতল হাওয়ার
প্রাণ জুড়ানো অপার্থিব অনুভব।
চোখে বয়ে এনো প্রেমের কবিতা,
অক্ষরহীন ভাষার তুমুল বৈভব।
দু’বাহুতে এনো উদ্দাম আশ্বাস,
দু’জনে মিশে যেতে একই চেতনায়।
বুকে বয়ে এনো একরাশ আশা,
মুখোমুখি বসে কথা হবে দু’জনায়।
কণ্ঠে এনো সুধা, নীলমণি ফুলহার,
শিবের মতোন সব বিষ নিতে শুষে।
দু’পায়ে জড়িয়ে শিশিরের মৃদু মায়া
সবুজ কোমল সকালের ঘাসে ঘাসে।
আমি বসে রবো পথ চেয়ে একা
আগামীর এমনি দিনের আশায়,
কুঁড়ির না ফোটা ফুলেরা সেদিন
ফুটবে সজীব সুন্দর ভালোবাসায়।
'চোখে বয়ে এনো প্রেমের কবিতা … অক্ষরহীন ভাষার তুমুল বৈভব।'
___ সুন্দর উপমাময় অনুবোধনের কবিতা। অভিনন্দন কবি রোখশানা রফিক।
Excellent