প্রৌঢ় বেলার কাব্য

বাতের ব্যথাটা বেড়েই চলছে অহর্নিশ
নিরাময়ে লাগানো হচ্ছে মলম মালিশ
কোমরের জোড়া হাঁটুর গিরান
যেন ঘুন পোকাদের প্রমোদউদ্যান
জমিদারির পাগলা কারাগার
অত্যাচারের চাবুকাঘাতে জর্জার
বিছানার চাদর জুড়ে মালিশের গন্ধ
কিছুতেই হচ্ছে না এ অনাচার বন্ধ।
জীবনের বৈকাল বেলায় মনে পড়ে যায়
কত কথা কত স্মৃতি বেদনায়
ভোরের শিশিরের মতোই ফুরায়
সোনালী দিনের সুখের মেলায়।
তখন বিছানার চাদরে ছিল সুবাস সুগন্ধির
কিছু দিন যেতে না যেতেই বড় হলো সংসার
বাচ্চাদের প্রস্রাবের উৎকট গন্ধে ভরপুর
ছিলো সেই সুরভিত বিছানার চাদর।
রোদ্দুরে চিলের ডানার কুয়াশা শুকায়
কত দ্রুত হারিয়ে গেল মধ্যাহ্ন হায়
বাচ্চারা এখন আর এখানে থাকে না
বড় হয়েছে, ওরা তো এখন আর বাচ্চা না।
নিঃসঙ্গ অবেলায় শুধু ভয়
জীবনের সন্ধ্যা বেশি দূরে নয়
গোধূলির পরে ডুবে যায় বেলা
নীড়ে ফিরে পাখি সাঙ্গ করে খেলা
সিথানে পৈথানে জ্বলবে আগরবাতি
কেমনে থাকিব ঘরে নামবে যখন রাতি।

এম. হুমায়ূন কবির সম্পর্কে

কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে। পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়, এইচ এস সি & স্নাতক - বড়াই গ্রাম ডিগ্রী কলেজ, নাটোর। স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা। প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।

12 thoughts on “প্রৌঢ় বেলার কাব্য

  1. নিয়তি। খুব চেনা আমাদের এই যাপিত জীবন ছায়ার শব্দচিত্র ফুটে উঠেছে। শুভেচ্ছা জানবেন কবি এম. হুমায়ূন কবির। শুভ সকাল। নিরাপদে থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আমার মনে হয় আপনি আসলেই আমাদের মুরুব্বি। আপনার উপদেশ আমাদের চলার পথের পাথেয়। আন্তরিক ধন্যবাদ।                

  2. বাহ! বেশ ভালো লাগলো। নিরন্তর শুভকামনা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।