তোমার অনলে জ্বলতে জ্বলতে
আমি হয়েছি অঙ্গার।
তোমার ভালোবাসা পাবার আশা
নিত্য হাহাকার।
আমার অভিমান দুঃখ ব্যথা
সব তোমায় ঘিরে।
আমার স্বপ্নগুলো হোঁচট খেলেও
ফিরে তোমারই দ্বারে।
এবার কি তবে হবে একটু সময়
আমায় ফিরে দেখার?
আমার কিন্তু খুব সাধ ছিলো
একান্ত তোমার হবার।
অভিমান ভরা কবিতা। ভালো থাকুন সকসময় কবি ইসিয়াক। দিন হোক সুন্দর।
পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো মুরুব্বী। ভালো থাকুন সবসময়।
শব্দনীড়ে মন্তব্য ও প্রতিমন্তব্য করতে অনেক সময় অসুবিধা হয়। কেন হয় বুঝতে পারছি না। যা হোক ভালো থাকুন সবসময়।
Romantic poem
শুভকামনা রইলো।
ভালোলাগা জানবেন……..
কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
বাহঃ ভাল লাগলো।