শুরুটাও হয়েছে বেশ
তোমার বিষাদের মাঝে কেমন করে যেন আমি পেয়েছি একটু ঠাঁই।
তারপর-
তোমায় নিয়ে ইচ্ছের জন্ম হলো
একশ একটা দেশ ঘুরে মানবতার কথা বলা।
কিন্তু কতদিনই বা তুমি কিংবা আমি…!!
তাই তোমার কপালে টিপ করে এক খন্ড স্মৃতি দিয়ে দিলাম।
সেই টিপ মাঝে মাঝে লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দু’ফোটা অশ্রুজল, এর চেয়ে বেশি কিছু চাই না
কিন্তু তুমি অপারগ পাচে তোমার অহেতুক গঞ্জনা।
তবুও দিও তোমার আনমনা কিছুটা সময়।
এতোটুকুই আমার শান্তি কি সুখ চেয়ে নিলাম তোমার বুকের খাঁজের উঞ্চতা থেকে।
সেই প্রতিক্ষায় রইলাম অনন্তকাল, মহাকাল।
তুমি পরশ দিবে, তুমি মমতা দিবে, তুমি সঙ দিবে যুগ থেকে যুগান্তর
প্রয়োজন – অপ্রয়োজনে তুমি থাকবে চিরকাল।
কমনীয় ভাবন সৃজনশীল I
শুভেচ্ছা রইলো কবি ইকরামুল শামীম। নিরাপদ থাকুন।