এক খন্ড স্মৃতি দিলাম

শুরুটাও হয়েছে বেশ
তোমার বিষাদের মাঝে কেমন করে যেন আমি পেয়েছি একটু ঠাঁই।
তারপর-
তোমায় নিয়ে ইচ্ছের জন্ম হলো
একশ একটা দেশ ঘুরে মানবতার কথা বলা।
কিন্তু কতদিনই বা তুমি কিংবা আমি…!!

তাই তোমার কপালে টিপ করে এক খন্ড স্মৃতি দিয়ে দিলাম।
সেই টিপ মাঝে মাঝে লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দু’ফোটা অশ্রুজল, এর চেয়ে বেশি কিছু চাই না
কিন্তু তুমি অপারগ পাচে তোমার অহেতুক গঞ্জনা।
তবুও দিও তোমার আনমনা কিছুটা সময়।

এতোটুকুই আমার শান্তি কি সুখ চেয়ে নিলাম তোমার বুকের খাঁজের উঞ্চতা থেকে।
সেই প্রতিক্ষায় রইলাম অনন্তকাল, মহাকাল।
তুমি পরশ দিবে, তুমি মমতা দিবে, তুমি সঙ দিবে যুগ থেকে যুগান্তর
প্রয়োজন – অপ্রয়োজনে তুমি থাকবে চিরকাল।

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

2 thoughts on “এক খন্ড স্মৃতি দিলাম

  1. শুভেচ্ছা রইলো কবি ইকরামুল শামীম। নিরাপদ থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif  

মন্তব্য প্রধান বন্ধ আছে।