রোদনভরা ঈদ

দেখো দেখো ঐ আকাশের বুকে
এক ফালি চাঁদের মুখ;
মাহে রমজানের ঐ রোজা শেষে
দিতে এলো ঈদের সুখ।

এবারের ঈদখানি একটু যে ভিন্ন
এখন তো করোনাকাল;
আম্পানেও আবার সব লণ্ড ভণ্ড
হৃদয় সবার টালমাটাল।

হবে না এবার, কোনো করমর্দন
হবে না এবার কোলাকুলি;
আসবে না কাছে, আত্মীয় স্বজন
হবে না রসালাপ প্রাণখুলি।

না কোথাও আড্ডা বা ঘোরাঘুরি
বাড়িতে সবে সারাদিন;
না ছুটাছুটি. না আনন্দ আহামরি
এ ঈদখানি যেন ছন্দহীন।

ঈদের খুশি কখনো হয় না বেশি
যদি না বেঁচে রয় প্রাণ;
করোনা নিয়ে গেছে সকল হাসি
ঘরবাড়ি ভাঙ্গলো আম্পান।

এমনি ঈদ আসবে চলেও যাবে
যেন সময়ের এক বিধান;
হয়ত: কাল ক্ষুব্দ পৃথিবী হাসবে
হবে আমোদ হবে জয়গান।

May 22, 2020

4 thoughts on “রোদনভরা ঈদ

  1. এমনি ঈদ আসবে চলেও যাবে
    যেন সময়ের এক বিধান;
    হয়ত: কাল ক্ষুব্দ পৃথিবী হাসবে
    হবে আমোদ হবে জয়গান।

    __ আশায় বুক বাঁধি। তাই যেন হয় প্রিয় কবি মি. সাইদুর রহমান। ঈদ মোবারক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকবেন। ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা রইলো।

  2. ঈদের খুশি কখনো হয় না বেশি
    যদি না বেঁচে রয় প্রাণ;
    করোনা নিয়ে গেছে সকল হাসি
    ঘরবাড়ি ভাঙ্গলো আম্পান।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    শুভকামনা থাকলো।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।