ফিরে এসো

সেখানেই ফিরে এসো, কেটে গেলে পৃথিবীর এই অভিশাপ,
যেখানে কড়ই পাতার ফাঁকে নেমেছিলো বিকেলের রোদ।
যেখানে বিছানো ছিলো সাদা ভাঁট ফুলের শুভ্র মাদুর,
সেখানেই ফিরে এসো, পাবে আমাকে স্থির আগের মতোই।
রাত্রির অন্ধকারে আবার নেমে এলে নবমীর চাঁদ শান্ত পাড়ায়,
ফিরে এসো সেই লাউয়ের মাঁচার পাশে মৃদু পায়ে হেঁটে।
দেখবে সেখানে আলো আঁধারের চাদর জড়িয়ে আমি,
হাতের তালুতে আলতো ধরে থাকা কয়েকটি জোনাকি।।
.
০৭/০৪/২০২০
#StayAtHome #StaySafe

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

6 thoughts on “ফিরে এসো

    1. ধন্যবাদ প্রিয়………

  1. দারুন লেখা 

    শুভকামনা থাকলো।http://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttp://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।