ভালবাসা

যে তুমির নিকট ভালবাসা
তা যেন মনে হয় টাইটানিকের গল্প
প্রেমিকা বাঁচাতে শেষ সম্বল কাঠের টুকরো দিয়ে বরফ জলে নিথর দেহ,
আর প্রেমিকা তার করুন দৃষ্টিতে চেয়ে থেকে বেঁচে থাকা।

যে তুমির নিকট ভালবাসা
তা পারুর ছুটে আসা দেবদাসের গল্প
আভিজাত্যের নিষ্ঠুর অহমিকায় প্রেমিকার কপালে দাগ কেটে দেওয়া
আর প্রেমিক মদের গ্লাসে প্রেম বিসর্জন।

সেই তুমির প্রেম, ভালবাসা আর মায়া যেন সুনীলের তেত্রিশ বছর ফেরিয়ে-
কেউ কথা রাখেনি।

সেই তুমির ভালবাসায় কত আহ্লাদ!
স্বার্থের টানে অবজ্ঞায় বলা ” তুমি ভালো থেকো ”
স্বপ্নের জাল বুনতে বুনতে নিজের অজান্তেই যন্ত্রণার চাষ
বেগতিক উন্মাদনায় কাল্পনিক তাজমহলে রাজাবাবুর অট্টহাসি
যাতনায় কালের ধূসরতায় যুগান্তর ফাঁড়িতে অতন্দ্র প্রহরী
সেই তুমির প্রেম মেঠোপথে দস্যিপনায় নুপুরের ঝংকারে মাতাল হওয়া
দিবানিশি বেদনা সিক্ত হৃদয়ে রবীন্দ্রনাথ গাওয়া
“যাও সুখেরও সন্ধানে যাও, আমি যত দুঃখ পাই গো “।

সেই সুখের সন্ধান পাইনি বলেই
ভালবাসা মানে কি তা আজও বুঝিনি
বিশ্বাঘাতকতা, প্রবঞ্চনা না-কি কালো রজনীর দমকা হাওয়া?

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

2 thoughts on “ভালবাসা

  1. চমৎকার প্রচ্ছদ ছবি এবং কবিতার অনুভব। অভিনন্দন কবি ইকরামুল শামীম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।