নিড়ানি পেলে টলকে উঠে ফসল
গ্রীবা নাচিয়ে ছুঁতে চায় হাওয়ার চিবুক,
কাঁদার বুকে লেপটে আছে মুদিত ঝিনুক
তপ্ত পিঠে শ্যাওলার বাস, বৃষ্টিহীনতার অসুখ;
না জলে না জমিনে- কোথাও নেই তার স্বস্তির ঠাই-
মেঘের বুকে মেঘের আনাগোনা
বিদ্যুৎ চমকে টুটে যায় আবেগের স্বপ্ন বোনা,
বজ্র নিনাদে প্রকম্পিত আকাশ, বৃষ্টি -আসে না
ধারা প্রবণে নামে না অবিশ্রান্তির সুর; ভাসে না
কচুরীফানা, হিজলের দীর্ঘশ্বাস-
ঝিনুকের বুকে বন্দি আমি, নিড়ানির অভাবে হচ্ছি সর্বনাশ!
ঝিনুকের বুকে বন্দি আমি, নিড়ানির অভাবে হচ্ছি সর্বনাশ! — অসাধারণ উক্তি কবি।