নিড়ানির অভাব

নিড়ানি পেলে টলকে উঠে ফসল
গ্রীবা নাচিয়ে ছুঁতে চায় হাওয়ার চিবুক,
কাঁদার বুকে লেপটে আছে মুদিত ঝিনুক
তপ্ত পিঠে শ্যাওলার বাস, বৃষ্টিহীনতার অসুখ;
না জলে না জমিনে- কোথাও নেই তার স্বস্তির ঠাই-

মেঘের বুকে মেঘের আনাগোনা
বিদ্যুৎ চমকে টুটে যায় আবেগের স্বপ্ন বোনা,
বজ্র নিনাদে প্রকম্পিত আকাশ, বৃষ্টি -আসে না
ধারা প্রবণে নামে না অবিশ্রান্তির সুর; ভাসে না
কচুরীফানা, হিজলের দীর্ঘশ্বাস-
ঝিনুকের বুকে বন্দি আমি, নিড়ানির অভাবে হচ্ছি সর্বনাশ!

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “নিড়ানির অভাব

  1. ঝিনুকের বুকে বন্দি আমি, নিড়ানির অভাবে হচ্ছি সর্বনাশ! — অসাধারণ উক্তি কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।