সব কিছু লুট হয়ে গেছে

নাগরিক অধিকার লুট হতে দেখেছি।
মানুবিক মূল্যবোধ লুট হতে দেখেছি।
মানুষের বিবেক লুট হতে দেখেছি।
সব কিছু লুট হয়ে যেতে দেখেছি।
লুট হতে হতে ডান হাত, বাম হাত,
শরীর, কিছুই লুট হওয়ার বাকী নেই!!
তবে কি ? সব কিছু লুট হওয়ার পরও
মানুষ, মানুষের মতো আকৃতি নিয়ে,
অবলীলায় সমাজের অধিপতির
আসন আলংকৃত করে।
জানোয়ার তার হিংস্র থাবায়
সব লুটে নেয় যখন-তখন
আর মানুষ তার অবয়ব রূপে
ঈশ্বর সম আসনে বসে ভগবান।

শান্ত চৌধুরী সম্পর্কে

নিঃসঙ্গতা যখন ঠুকরে খায় দুমড়ে মুচড়ে কাবু করে দেহের বাহীর ভিতর প্রবল সংজ্ঞাহীন অবগাহন। ১ সেপ্টেম্বর, ১৭ ভাদ্র বাংলা ( জন্ম তারিখ )।

4 thoughts on “সব কিছু লুট হয়ে গেছে

    1. ধন্যবাদ দাদু

      অনাবিল শুভ কামনা সতত… 

  1. "সব কিছু লুট হওয়ার পরও
    মানুষ, মানুষের মতো আকৃতি নিয়ে,
    অবলীলায় সমাজের অধিপতির
    আসন আলংকৃত করে।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ধন্যবাদ দাদু

      সতত শুভ কামনা…. 

মন্তব্য প্রধান বন্ধ আছে।