আমাকে আঁকড়ে ধরে বীষ পান করি
শরীর ছটফট করে, তারপাশে শিরবাঁকা আযান-
বকসারি লতাগুল্ম বৃক্ষ, কমলা লেবু রোদ
শীতল হচ্ছে সকল বেদনার তাপ; তৃপ্ত ভেতরে সন্ধ্যা-
জীবন মানে হারমোনিয়াম, আঙুলের হামাগুড়িতে
কিংবা খুঁড়িয়ে খুঁড়িয়ে শামুকভাঙ্গা সমুদ্রের দিকে
মুখ করে ফেরানো-চোখ, ডুবতে ডুবতে ভেসে ওঠে
-নিজেল রং, সুর তুলে খুঁটে খায় অনাগত মুখ-
হরেকরকম শিল্পায়ন, সব ফিকে রং আমার মতো;
অনিন্দ্য সুন্দর লেখনী ।
বরাবরের মতো সুন্দর প্রকাশ। গুড জব মি. টিপু সুলতান।