প্রতিটি মুহূর্ত জল্লাদ হয়ে আসে
প্রতিবারই ফাঁসির মঞ্চে আধ-মরা করে
ফিরিয়ে দে চার দেওয়ালে।
কখনো কখনো মুন্ড কাটিবার প্রয়াস লয়
কখনো কখনো বক্ষের দিকে তাড়িত বুলেট হয়,
আবার কখনো রক্তাক্ত মাটির উপর পড়ে থাকা
গোঙ্গানো লাশ হয়।
সময় বড্ড স্বার্থপর!
বয়স কেড়ে নিয়ে স্মৃতিগুলো পাহাড়ে রুপান্তরিত করে,
শ্রাবণের আকাশে কালো মেঘ করে তুলে
চলমান সময়টাকে।
পিছনে ফিরে তাকাতে চাই না, তবুও বেহায়া মন
টেনে হেঁচড়ে নিয়ে যায় সেইসব রঙ্গীন মুহূর্তে
যে মুহূর্তুলো আজ বড় ব্যথিত, ক্লান্ত।
কি পেলাম!
সময়ের খুনী হওয়া ছাড়া আর কি-ই-বা হলাম!
নিজেকে আজ খুনী ভাবলেই কেন জানি
ঘেন্নার থুথুতে ডুবিয়ে রাখতে ইচ্ছে হয়
এই আমি আমাকে।
সময়গুলো খুন করে আজ কয়েদী
কাঠগড়ায় দাঁড়িয়ে চিৎকার করছি
লাভ নেই তাতে, কারণ আমি “সময়” এর খুনী।
অতুলনীয় লেখা।
আকর্ষণীয় একটি কবিতা। নিরন্তর শুভেচ্ছা কবি ইকরামুল শামীম।